ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নেপালে বাংলাদেশের ফুটবলারদের উল্লাস। যেন চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ সবার চোখে মুখে। শিরোপা থেকে এক ধাপ দূরে থাকলেও কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে আজ উৎসবের কোন কমতি ছিল না বাংলাদেশের ফুটবলারদের। সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। আর সেখানে বাজিমাত করে বাংলাদেশ। আগামী বুধবার শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। গ্রুপ পর্বে এই নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের মতো নেপালও ভুটানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

ভারতের বিপক্ষে আজকের ম্যাচের ৩৬ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৭৫ মিনিটে ভারত ম্যাচে সমতা আনে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে। যুবাদের টুর্নামেন্ট বলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয়নি। সরাসরি ম্যাচ চলে যায় টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের জয়ের নায়ক বদলি গোলকিপার আসিফ। টাইব্রেকারে আসিফ ভারতের দুটি শট ঠেকিয়ে বাংলাদেশকে নিয়ে যায় ফাইনালে। নিয়মিত গোলকিপার ও বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ আহত হয়ে মাঠ ছাড়লে গোলবার সামলানোর দায়িত্ব পড়ে আসিফের কাঁধে। টাইব্রেকারে বাংলাদেশ জয় পেয়েছে ৪-৩ গোলে। শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করায় দলের পারফরমেন্সে দারুন খুশি বাংলাদেশ দলের হেড কোচ মারফুল হক। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলেই বিশ্বাস করেন তিনি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.