ক্রীড়া প্রতিবেদক
ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পন্সরশিপ পেয়েছে অ্যাপোলো টায়ার্স। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানটির। এজন্য ৫৭৯ কোটি রুপি (প্রায় ৮০০ কোটি টাকা) দেবে তারা।
ভারতের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়াকে বিসিসিআই-এর একজন কর্মকর্তা বলেছেন, ‘অ্যাপোলো টায়ার্সের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। দ্রুতই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’
ভারত তিন বছরে দ্বিপাক্ষিক সিরিজে ১২১টি ম্যাচ খেলবে। আইসিসির ইভেন্টে তাদের ম্যাচ থাকবে অন্তত ২১টি। বিসিসিআই প্রতি ম্যাচের জন্য ৪.৭৭ কোটি রুপি পাবে। বিসিসিআই নিলামের আগে প্রতি দ্বিপাক্ষিক ম্যাচের জন্য অন্তত ৩.৫ কোটি রুপি এবং আইসিসির ইভেন্টের ম্যাচের জন্য ১.৫ কোটি রুপি মূল্য নির্ধারণ করে দিয়েছিল।
অ্যাপোলো টায়ার্স নিলামে কানভা এবং জেকে সিমেন্টকে হারিয়েছে। কানভা ৫৪৪ কোটি রুপি এবং জেকে সিমেন্ট ৪৭৭ কোটি রুপি পর্যন্ত নিলামে দর তুলেছিল।
ভারতের জার্সি স্পন্সর হিসেবে এর আগে ছিল ড্রিম ইলেভেন। কিন্তু অনলাইন অ্যাপটি বেটিং সংক্রান্ত হওয়ায় ভারত সরকারের নির্দেশনায় তা বাতিল করা হয়। চলতি এশিয়া কাপে কিট স্পন্সর ছাড়াই খেলছে ভারত। এশিয়া কাপের মধ্যেই জার্সির স্পন্সর পেয়ে গেলেও এশিয়া কাপের বাকি অংশে সূর্যকুমারদের জার্সিতে কোন স্পন্সর থাকবে না।