ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ দশ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতলো অসিরা। শেষ টেস্ট জয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী ১১ জুন ইংল্যান্ডের লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে প্যাট কামিন্সের দল।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ১৪১ রান করেছিলো ভারত। ৪ উইকেট হাতে নিয়ে ১৪৫ রানে এগিয়ে ছিলো টিম ইন্ডিয়া। তৃতীয় দিন বাকী ৪ উইকেটে ১৬ রানের বেশি যোগ করতে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড ৪৫ রানে ৬ উইকেট সংগ্রহ করেছেন। ১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ৫ উইকেট নিলেন বোল্যান্ড। প্রথম ইনিংসে ৩১ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ফলে দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ৭৬ রানে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বোল্যান্ড।
ভারতের ছুঁড়ে দেওয়া ১৬২ রানের টার্গেটে খেলতে নেমে কৃষ্ণার তোপে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ১০৪ রানে খাজা ফেরার পর বো ওয়েবস্টারকে নিয়ে ৫৩ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন হেড। প্রথম ইনিংসে ভারত ১৮৫ ও অস্ট্রেলিয়া ১৮১ রান করেছিল।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭ ম্যাচে ১১ জয়, ৪ হার ও ২ ড্রতে ৬৩.৭৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ১১ ম্যাচে ৭ জয়, ৩ হার ও ১ ড্রতে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিলো দক্ষিণ আফ্রিকা।