ক্রীড়া প্রতিবেদক
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে আজ শনিবার থেকে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশের। বসুন্ধরা কিংস অ্যারেনায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম দিন ২৮ ফুটবলার নিয়ে অনুশীলনে নেমেছিলেন। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকায় ও ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম ১০ মার্চ সৌদিতে দলের অনুশীলনে যোগ দেবেন।
২৫ মার্চ শিলংয়ে এশিয়া কাপ বাছাইয়ে পাঁচ বছর আগে কলকাতার পারফরম্যান্স চান বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া। ‘সবাই ভারতের বিপক্ষে ম্যাচ চায়, এই ম্যাচ খেলতে চায়। আমি মনে করি, যারা এই দলে নাই, তারাও এই ম্যাচ খেলতে চায়। (ভারতে গিয়ে) আমরা সবশেষ ম্যাচ ভারতের বিপক্ষে খেলছি ২০১৯ সালে, আমি সেই একই খেলা চাই, কিন্তু এবার তিন পয়েন্ট নিতে চাই।’
জামাল ভূঁইয়া হামজা চৌধুরী প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি, হামজা চৌধুরী কেবল আমাদের দলেরই সেরা খেলোয়াড় নন, তিনি দক্ষিণ এশিয়াতে সেরা। তার মতো খেলোয়াড় যোগ দিলে দল আরো উজ্জীবিত হবে। এই ম্যাচে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে মনে করি, ভারতের সাথে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে, আমরা প্রত্যাশা করছি একটা ইতিবাচক ফল।’