ক্রীড়া প্রতিবেদক
প্রায় দুই সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করতে আজ সৌদি আরব রওয়ানা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশটির তায়েফ শহরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে ২৮ জনের যাওয়ার কথা ছিল সৌদি আরবে। তবে ক্যাবরেরাকে যেতে হয়েছে ২৭ জন নিয়ে। ডিফেন্ডার রহমত মিয়া ভিসা জটিলতার কারণে যেতে পারেননি, তিনি বিমানবন্দর থেকে হোটেলে ফিরে এসেছেন।
বিমান কর্তৃপক্ষ রহমতের জন্য বোর্ডিংয়ের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে। ফেডারেশন সকাল থেকে সৌদিতে ভিসার জন্য যোগাযোগ করছিল। বোর্ডিং ও অন্য আনুষ্ঠানিকতা শেষে যখন ফ্লাইটে উঠার অপেক্ষায়। তখন রহমতের ভিসা আসে। সেই সময় আসলে বোর্ডিং করানো সম্ভব হয়নি।
ঢাকা থেকে বিমান প্রথমে চট্টগ্রামে যায়। সেখান থেকে সৌদির জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বিকেল সোয়া চারটার দিকে। জেদ্দা থেকে সড়ক পথে তায়েফ শহরে যাবে বাংলাদেশ দল। গভীর রাতে দল পৌঁছাবে সৌদি আরব। বৃহস্পতিবার থেকে সেখানে অনুশীলন শুরু করবেন হ্যাভিয়ের ক্যাবরেরা।