ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক

ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতারপ্র থম দিনে স্বর্ণ জয় করেছেন আলী আমজাদ, জিহাদ, বিপ্লব, শুকান্তি ও হালিমা। আজ পুরুষ ৩টি এবং মেয়েদের ২টি মোট ৫টি ওজন শ্রেণীর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ ৭৯ কেজিতে বিজিবির দিপু চন্দ্রকে হারিয়ে স্বর্ণ পায় পুলিশের জিহাদ। ৮৬কেজিতে বিজিবির শাকিলকে হারিয়ে স্বর্ণ জেতেন আনসারের আলী আমজাদ।৯৭কেজিতে পুলিশের শান্তকে হারিয়ে স্বর্ণ জয় করেন বিজিবির বিল্পব। এদিকে, মেয়েদের ৬২ কেজিতে পুলিশের হাবিবাকে হারিয়ে স্বর্ণ পায় আনসারের শুকান্তি এবং ৬৮ কেজিতে আনসারের কাজলকে হারিয়ে স্বর্ণ জেতেন পুলিশের হালিমা।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি এবং পৃষ্ঠপোষক ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফিয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এ একে এম আব্দুল মোবিন, কোষাধ্যক্ষ মোঃ মাকসুদ আক্তার মোবারকি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.