ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। ভুটানকে ২-১ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে বাছাইপর্বের বি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বাংলাদেশ। বাংলাদেশ ও ভুটান ছাড়া এই গ্রুপের বাকি তিন দল হচ্ছে বাহরাইন, কাতার ও নেপাল।
গত শনিবার প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনকে রুখে দেয় বাংলাদেশ। গোলশুন্য ড্র হয় সেই ম্যাচ। উজ্জীবিত বাংলাদেশ আজ শুরু থেকেই চাপে রাখে ভুটানকে। ২৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। ক্রস থেকে আসা বলে দারুণ হেড নিয়েছিলেন বাংলাদেশের পিয়াস আহমেদ নোভা। কিন্তু তাতে বাঁধা হয়ে দাঁড়ায় ভুটানের গোলকিপার। ডান দিকে ঝাপিয়ে বাংলাদেশকে হতাশ করেন তিনি।
তবে এরপর ম্যাচে লিড নিতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৩৩ মিনিটে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান পিয়াস আহমেদ নোভা। এই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা আনে ভুটান। ৬০ মিনিটে বাংলাদেশের ডিফেন্সের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচে ফিরে ভুটান। কিন্তু হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি বাংলাদেশকে। ৮৮ মিনিটে বদলি হিসেবে নামা আশরাফুল হক আসিফের গোলে জয় পায় বাংলাদেশ দল। এই জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর কাতারের বিপক্ষে।