ক্রীড়া প্রতিবেদক
আগামী মাসে ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভুটানে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৫ ও ৮ সেপ্টেম্বর। এই দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের আংশিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই দল নিয়ে ২৬ আগস্ট থেকে অনুশীলন শুরু করবেন বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা।
আর ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে ২৯ আগস্ট। ১৪ সদস্যের বাংলাদেশ আংশিক দলটি হচ্ছে এরকম গোলকিপার মিতুল মারমা, মোঃ হোসেন সুজন ও পাপ্পু হোসেন। ডিফেন্ডার মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল ও শাকিল হোসেন। মিডফিল্ডার মোঃ হৃদয়, দিদারুল ইসলাম, সৈয়দ কাজেম কিরমানি, জামাল ভূইয়া ও জায়েদ আহমেদ। ফরওয়ার্ড শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ।
বাংলাদেশ দল নিয়ে বিস্তারিত তুলে ধরেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ভুটানে লীগ চলমান থাকায় কোন প্র্যাক্টিস ম্যাচ খেলার সুযোগ পাবে না বাংলাদেশ দল ।