ক্রীড়া প্রতিবেদক
মঙ্গোলিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সিলেট পৌছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিমানে করে দুপুরে সিলেট পৌছান জামাল ভূইয়ারা। আগামী ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এর আগে গত বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে হারে জামাল ভুইয়ারা। নতুন কোচ হ্যাভিয়ের কেবরেরার বাংলাদেশে শুরুটা ভালো হয়নি। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেয়ার পর এটাই ছিল তার প্রথম ম্যাচ। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৬তম। আর মালদ্বীপের অবস্থান ১৫৭তম। মালদ্বীপ বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও মঙ্গোলিয়া ও বাংলাদেশের পার্থক্য খুবই কম। মঙ্গোলিয়া ১৮৪তম স্থানে। তাই মঙ্গোলিয়ার বিপক্ষে জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ দল।
আগামী জুনে বাংলাদেশের রয়েছে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা। বাহরাইন, তুর্কেমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে দল গঠনের জন্য একটা ধারণা পাবেন কোচ হ্যাভিয়ের কেবরেরা।