ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতে মাদার তেরেসা পুরষ্কারে ভূষিত হয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন। আজ কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পুরষ্কার তুলে দেন পশ্চিম বঙ্গের সাবেক গভর্নর এবং কলকাতা ও এলাহবাদ হাইকোর্টের সাবেক প্রধান বিচারক জাস্টিস শ্যামল সেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন কমান্ড হেড কোয়ার্টার জিওসি লেঃ জেনারেল রানা প্রতাপ কালিতা, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কনস্যুলার মোঃ বশির উদ্দিন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা ইন্টারন্যাশনাল এওয়ার্ড কমিটির চেয়ারম্যান ড. টি এইচ আয়ারল্যান্ড।
বাংলাদেশের ফুটবলে বিশেষ অবদান রেখে যাচ্ছেন তরফদার মোঃ রুহুল আমিন। তিনি চট্টগ্রাম শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ইতিহাস সৃষ্টি করেন। এছাড়া করোনাকালে দেশের ৬৪ জেলা, ১০০টির মত ক্লাব এবং প্রায় এক হাজার ফুটবলারের পাশে দাড়িয়েছিলেন সহযোগিতা নিয়ে। যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে বিরল এক ঘটনা।