মানবাধিকার ইস্যুতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করেছে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

মানবাধিকার ইস্যুতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)। আফগানিস্তানে নারী ও শিশু মানবাধিকারে ব্যাপক অবনতির কারনে নিজ দেশের সরকারের সাথে আলোচনার পর আফগানদের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করার সিদ্বান্ত নিয়েছে সিএ।

আইসিসির চলমান ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে আগামী আগস্টে নিরপেক্ষ ভেন্যুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। এর আগে মানবাধিকার ইস্যুতে আফগানিস্তানের সাথে ২০২১ সালে টেস্ট এবং ২০২৩ সালের মার্চে ওয়ানডে সিরিজ স্থগিত করেছিলো সিএ।

২০২৩ সালে ওয়ানডে সিরিজ স্থগিতের কারনে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ লিগে না খেলার হুমকি দিয়েছিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। পরবর্তীতে নিজের সিদ্বান্ত থেকে সরে আসেন তিনি। ইনজুরির কারনে বিগ ব্যাশ মিস করলেও ড্রাফটে নাম ছিলো রশিদের। সিরিজ স্থগিতের বিষয়ে আজ মঙ্গলবার এক বিবৃতিতে সিএ জানায়, আফগানিস্তানের নারী ও শিশু মানবাধিকারের অবস্থা নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সাথে আলোচনা হয়েছে এবং তারা জানতে পেরেছে, ২০২৩ সালে সিরিজ স্থগিতের পর আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বিবৃতিতে সিএ আরও বলেছে, ‘গত ১২ মাস ধরে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সাথে আলোচনা করে আসছে সিএ। অস্ট্রেলিয়া সরকারের মতে, আফগানিস্তানে নারী ও শিশুদের অবস্থা দিনকে দিন আরো খারাপ হচ্ছে। এজন্য আমরা আমাদের আগের অবস্থানেই আছি এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করছি।’গত দুই বছরে বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে দু’টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। সিএ আগেই জানিয়েছে, আফগানদের সাথে আইসিসি টুর্নামেন্টের ম্যাচ বয়কট করবে না তারা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.