ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া ফুটবলের কোন ব্যস্ততা না থাকলেও বসে নেই ঢাকা আবাহনী। এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগলস। আগামী বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে ঈগলসের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। খেলা শুরু হবে বিকেল সোয়া তিনটায়।
এরই মধ্যে সিলেট পৌছে অনুশীলন করছে মালদ্বীপের ক্লাবটি। ঢাকা আবাহনী সিলেট যাবে আগামীকাল। প্রিলিমিনারি রাউন্ডে জয় পেলে এএফসি কাপের প্লে অফে খেলার সুযোগ পাবে ঢাকা আবাহনী। আর সেখানেও প্রতিপক্ষকে হারালে এএফসি কাপের মূল পর্বে খেলার টিকেট মিলবে। আপাতত ঈগলস নিয়েই ভাবছে আবাহনী।
বিপিএল শেষ হওয়ার পর থেকেই অনুশীলনে আছে তারা। দলের প্রস্তুতি বেশ ভালো বলছেন অভিজ্ঞ ফুটবলার রহমত মিয়া। এএফসি কাপকে ঘিরে নতুনভাবে দল সাজিয়েছে ঢাকা আবাহনী। পুরনোদের সাথে নতুনদের নিয়ে শক্তিশালী দল হয়েছে বলে মনে করেন ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। ঘরের মাঠে খেলা। মালদ্বীপের ক্লাবটির বিপক্ষে ফুটবলাররা হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারবে বলে বিশ্বাস করেন হেড কোচ মারিও ল্যামোস।
এএফসি কাপ নতুন কিছু নয় আবাহনীর জন্য। এর আগে পাঁচবার অংশ নিয়েছে তারা। তবে শেষ দু’বার ২০২০ ও ২০২২ সালে গ্রুপ পর্বে উঠতে পারেনি ঢাকা আবাহনী।