ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক ঝাক তারকা নিয়ে গড়া দল মিনিস্টার ঢাকা। মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহ, রুবেলের মতো ক্রিকেটাররা আছেন ঢাকার দলে। আজ মিনিস্টার ঢাকা তাদের জার্সি উন্মোচন করেছে।
দলটির অধিনায়ক করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। জার্সি উন্মোচন অনুষ্ঠানে রিয়াদ জানান ঢাকার হয়েই বিপিএল খেলতে চেয়েছিলেন তিনি। তামিম ইকবাল জানিয়েছেন এবারের বিপিএল অন্যরকম তার কাছে। কারণটা তামিমসহ মাশরাফি, মাহমুদুল্লাহ, রুবেল খেলবেন একসাথে।
মিনিস্টার ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে রিয়াদ ও তামিম ছাড়াও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, হেড কোচ মিজানুর রহমান বাবুল ও দলের অন্যান্য ক্রিকেটাররা।