ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে দেয়ার পর মাত্র ২ ওভার খেলার সুযোগ পায় টাইগার ব্যাটাররা এবং এই দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। স্কোরবোর্ডে রান উঠেছে ১০ রান। সাদমান করেছেন ৬ রান। জাকির হাসান রানের খাতাই খোলেননি।
এর আগে, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি বোলিংয়ে দিশেহারা হয়ে স্বাগতিক পাকিস্তান অলআউট হয়েছে ২৭৪ রানে। তিনটি হাফ সেঞ্চুরি থাকলেও ইনিংসটি বড় হতে পারেনি অন্য ব্যাটারদের ব্যর্থতার কারণে। ২২.১ ওভার বল করে ৬১ রান দিয়ে ৫ উইকেট নেন মিরাজ।
বৃষ্টির কবল পড়ে দ্বিতীয় টেস্টের প্রথমদিন পুরোটাই ভেসে গেছে। দ্বিতীয় দিন হলো টস। জিতলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে।