ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয় দিবস শ্যূটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ। বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি ও মুজিব শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন আয়োজন করে এই প্রতিযোগিতা।
পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। ইভেন্টগুলো হচ্ছে মুক্তিযোদ্ধাদের ১০ মিটার এয়ার পিস্তল, পুরুষ ও নারীদের ১০ মিটার এয়ার পিস্তল, পুরুষ ও নারীদের ১০ মিটার এয়ার রাইফেল, পুরুষ ও নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ওপেনসাইট এবং পুরুষ ও নারীদের ২৫ মিটার স্পোর্টিং পিস্তল।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন। মুজিব বর্ষের এই ক্রান্তিলগ্নে সকলকে বিভিন্ন পুরস্কার ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ।
সম্মাননা প্রদানের পাশাপাশি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি বই অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন প্রদান করা হয়।