মুলারের জোড়া গোলে বায়ার্নের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

অভিজ্ঞ স্ট্রাইকার থমাস মুলারের জোড়া গোলের সাথে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের মৌসুমের ৩৩তম গোলে ইউনিয়ন বার্লিনকে শনিবার বুন্দেসলিগার এ্যাওয়ে ম্যাচে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। মাত্র এক সপ্তাহ আগেই জাভি আলোনসোর বায়ার লেভারকুসেন বায়ার্নের ১১ বছরের আধিপত্য খর্ব করে দারুন পারফরমেন্স দেখিয়ে জার্মান লিগ শিরোপা নিশ্চিত করেছে।

হ্যারি কেন প্রথমার্ধের ইনজুরি টাইমে নিখুঁত ফ্রি-কিকে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে মাথিস টেলকে দিয়ে আরো এক গোল করিয়েছেন। রবার্ট লিওয়ানদোস্কির এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে হ্যারি কেনের আর মাত্র আট গোল প্রয়োজন, হাতে রয়েছে চার ম্যাচ।

বুধবার আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলের জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করার পর বায়ার্ন জামাল মুসিয়ালাকে বিশ্রামে রেখেছিল। কিন্তু ইউনিয়নের বিপক্ষে এই পরিবর্তনে বায়ার্নকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি।

এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও নাপোলির মোকাবেলা করা ইউনিয়ন ৯০ মিনিটে ইয়র্বে ভার্টেসেনের গোলে এক গোল পরিশোধ করলেও তা সান্তনা হয়ে থেকেছে। শেষ আট ম্যাচে ইউনিয়ন মাত্র একটিতে জয়ী হয়েছে। রেলিগেশন জোন থেকে তারা মাত্র তিন পয়েন্ট দুরে রয়েছে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.