স্পোর্টস ডেস্ক
আগামীকাল ঘোষণা করা হবে ২০২১ সালের ব্যালন ডি’অর পুরস্কার। কার হাতে উঠবে এবারের পুরস্কার? ব্যালন জয়ের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন লিওনেল মেসি ও রবার্ট লেওয়ান্ডোস্কি। বার্সেলোনার হয়ে কোপা দেল রে ও আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতায় মেসিকে এগিয়ে রাখছেন অনেকে।
ব্যালন ডি’অর পুরস্কার এখন সব ফুটবলারের চরম আরাধ্য। তবে টানা এক দশক এই পুরস্কারকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন মেসি-রোনালদো। মেসি যদি এবার জিতে যান তাহলে তার ব্যালন ডি’অরের সংখ্যা হবে সাতটি। আর তাহলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে দুটি ব্যালন ডি’অর বেশি জিতে এগিয়ে থাকবেন মেসি।
রোনালদো এখন পর্যন্ত পাঁচটি ব্যালন ডি’ওর জিতেছেন। আর মেসি জিতেছেন ছয়টি। অবসর নেওয়ার আগে মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিততে চান রোনালদো। এটি তার একমাত্র লক্ষ্য। জানিয়েছেন ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্পাদক প্যাসকেল ফেরে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন দিয়ে থাকে ব্যালন ডি’অর পুরস্কার।
এবার মেসির চেয়ে পিছিয়ে আছেন রোনালদো। মেসি বার্সেলোনার হয়ে কোপা দেল রে এবং আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতলেও রোনালদো তেমন কিছু করে দেখাতে পারেননি। ক্লাব ও জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ কিছুই জেতেননি রোনালদো। কাতার বিশ্বকাপে যাওয়া অনিশ্চিত পর্তুগালের। তাই এবার মেসির সাথে পাল্লা দেওয়া হচ্ছেনা রোনালদোর।