ক্রীড়া প্রতিবেদক
লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুকোকে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। শুধু এমএলএস নয়, কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচগুলোর সাইডলাইনেও তার উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।
২০২৩ সালে মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকোকে নিয়োগ দেওয়া হয়। পেশাদার দেহরক্ষী হিসেবে ২৪ ঘণ্টাই মেসি ও তার পরিবারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তিনি শুধুমাত্র মাঠের বাইরেই দায়িত্ব পালন করতে পারবেন।
এমএলএস সিদ্ধান্ত নিয়েছে, মাঠে তারা নিজেরাই মেসির নিরাপত্তার দায়িত্ব নেবে। তবে লকার রুম ও মিক্সড জোনে মেসির নিরাপত্তায় থাকতে পারবেন ইয়াসিন। সাবেক এক বক্সারকে নিষিদ্ধের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটলেই মাঠে ঢুকে পড়েন ইয়াসিন। গত বছর মেক্সিকান ক্লাব মোন্তেররেইয়ের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে চোটে পড়ে মেসি। ওই সময় মাঠে ঢুকে রেফারির সিদ্ধান্ত নিয়ে মোন্তেররেই কোচের সঙ্গে তর্কে জড়ান ৩৫ বছর বয়সী ইয়াসিন।