মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বিশাল জয়, পেরুকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

লিওনেল মেসির হ্যাটট্রিকে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এছাড়া পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার মেসি তিনটি দুর্দান্ত ফিনিশিং ও দুটি এ্যাসিস্টে আবারো নিজের প্রতিভার জানান দিয়েছেন। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির দলের আধিপত্য ছিল।

রেকর্ড আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি ১৯ মিনিটে গোলের সূচনা করেন। বলিভিয়ান ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজকে কাটিয়ে লটারো মার্টিনেজ দারুন এক বল বাড়িয়ে দেন মেসির দিকে। দারুন চতুরতার সাথে কোনাকুনি শটে মেসি বল জালে জড়ান। বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকরা ৪৩ মিনিটে আবারো গোল উৎসবের আনন্দ পান। মেসির অসাধারণ পাসে এবার ব্যবধান দ্বিগুন করেন লটারো মার্টিনেজ। তিন মিনিট পর ফ্রি-কিক থেকে এ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আলভারেজ গোল করেন।

বিরতির পর নিকোলাস ওটামেন্ডির হেডের গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। যদিও স্বাগতিক সমর্থকদের চতুর্থ গোলের আনন্দ পেতে খুব বেশীক্ষন অপেক্ষা করতে হয়নি। নাহুয়েল মোলিনার দুর্দান্ত পুল-ব্যাকে থিয়াগো আলমাডার গোলে ৬৯ মিনিটে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮৪ মিনিটে মেসি ব্যবধান ৫-০’তে নিয়ে যান। দুই মিনিটর পর বদলী খেলোয়াড় নিকো পাজের এ্যাসিস্টে ইন্টার মিয়ামির ফরোয়ার্ড হ্যাটট্রিক পূরণ করেন। ১০ দলের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা ১০ ম্যাচ পর ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার থেকে স্কালোনির দল তিন পয়েন্ট এগিয়ে রয়েছে।

এদিকে ব্রাসিলিয়ায় পেরুকে সহজেই ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আরেক জায়ান্ট ব্রাজিল। ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা। বাকি দুই গোল করেছেন আন্দ্রেস পেরেইরা ও লুইজ হেনরিক। উরুগুয়ে ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.