ক্রীড়া প্রতিবেদক
আর্জেন্টাইন ফরোয়ার্ডের চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টের পর লুইস সুয়ারেজের লক্ষ্যভেদী শটে জিতেছে ইন্টার মায়ামি। স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে পাঁচ গোলের থ্রিলারে ৩-২ গোলে টানা দুই ম্যাচ হারের পর জয় পেয়েছে মায়ামি। স্পোর্টিং কেসির রক্ষণের ভুলে ডিয়েগো গোজেমের বাড়ানো পাসে ছয় গজ বক্সের ভেতর থেকে গোল করেন সুয়ারেজ। চলতি মৌসুমে এটি উরুগুয়ান স্ট্রাইকারের ষষ্ঠ গোল।
মেসির জাদু দেখার জন্য অ্যারোহেড স্টেডিয়ামে এদিন হাজির হন ৭৬ হাজার ছয়শর বেশি দর্শক। আটবারের ব্যালন ডি’অর জয়ী তার দারুণ পাসে কয়েকটি সুযোগ তৈরি করে দিয়ে দর্শকদের আনন্দে ভাসান।
ষষ্ঠ মিনিটে এরিক থমির গোলে এগিয়ে যায় স্পোর্টিং কেসি। ১৮তম মিনিটে গোমেজকে দিয়ে গোল করান মেসি। সমতা ফেরায় মায়ামি। ছোট ডি বক্সের সামনে থেকে বাঁ পায়ের উঁচু শটে ৫১ মিনিটে গোল করেন বিশ্ব জয়ী অধিনায়ক। এমএলএসে এটি তার টানা চতুর্থ গোল। ৫৮তম মিনিটে কর্নার কিক থেকে সতীর্থের হেড পাসে দ্বিতীয় গোল করে স্পোর্টিং কেসিকে সমতায় ফেরান। কিছুক্ষণ পর সুয়ারেজের জয়সূচক গোল।