ক্রীড়া প্রতিবেদক
এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলতে গতকাল কলকাতায় পৌছার পর আজ অনুশীলন করেছে ঢাকা আবাহনী। ম্যাচ ভেন্যু কলকাতার সল্ট লেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ড-১ এ আজ বিকেলে দুই ঘন্টা অনুশীলন করে আবাহনী। আগামী মঙ্গলবার ভারতের এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড।
প্লে অফ ম্যাচ জিতলে আবাহনী এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। ডি গ্রুপে সেখানে তাদের প্রতিপক্ষ হবে বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা, ও মাঝিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব। এএফসি কাপের প্রাক যোগ্যতা বাছাইপর্বে আবাহনীকে অবশ্য কোন পরীক্ষা দিতে হয়নি। মালদ্বীপের ভ্যালেন্সিয়া ক্লাব বাংলাদেশে না আসায় সরাসরি প্লে অফে চলে যায় আবাহনী। অন্যদিকে দাপুটে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। শ্রীলংকার ব্লু স্টার ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। তাই আবাহনীকে কঠিন পরীক্ষাই দিতে হবে মোহনবাগানের বিপক্ষে।
আগের ম্যাচ থেকে অর্জিত আত্নবিশ্বাসের সাথে মোহনবাগানের জন্য বাড়তি উদ্দীপনা হিসেবে কাজ করবে স্বাগতিক দর্শক সমর্থন। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে দুই বাংলার লড়াই শুরু হবে ১৯ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।