ক্রীড়া প্রতিবেদক
ঐতিহ্যের লড়াই, মর্যাদার লড়াইয়ে জয় হয়েছে ঢাকা আবাহনীর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী। এই জয়ের ফলে বসুন্ধরা কিংসকে টপকে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো তারা। পাঁচ ম্যাচে ঢাকা আবাহনীর পয়েন্ট ১৩। আর বসুন্ধরার ১২। আট পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে মোহামেডান।
খেলা হয়েছে ঢাকা আবাহনীর হোম ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে। আবাহনী মোহামেডান ম্যাচে উত্তেজনা থাকবে। এটাই স্বাভাবিক। ম্যাচের ২ মিনিটেই তৈরী হয় উত্তেজনা। কর্নার কিককে কেন্দ্র করে। উত্তেজনা থামাতে মোহামেডানের ২ জন ও আবাহনীর একজনকে হলুদ কার্ড দেখান রেফারি।
আট মিনিটেই এগিয়ে যেতে পারতো ঢাকা আবাহনী। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। ড্যানিয়েল কলিন্ড্রেসের ক্রসে জুয়েল রানা যে ভোলিটা করলেন তাতে বল গিয়ে লাগে গোলপোস্টে। ম্যাচে এগিয়ে যেতে পারতো মোহামেডানও। ১১ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন সুলেমান দিয়াবাতে।
২৮ মিনিটে লিড নেয় আবাহনী। সোহেল রানা যে গোল করেছেন তা ছিল দেখার মতো। তার বুলেট গতির শটে কিছুই করার ছিল না মোহামেডানের গোলকিপার সুজনের। পরিকল্পনামতো আক্রমণে গিয়ে সফল হয় আবাহনী। ৩৭ মিনিটে আবাহনীর ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেছেন জুয়েল রানা। গোল করার মতো জায়গায় থেকেও জুয়েল বল ঠেলে দেন সাইড পোস্টের পাস দিয়ে।
বিরতি থেকে ফিরে আবাহনী যেমন ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আবার মোহামেডানও ম্যাচে ফিরতে পারেনি গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ালে। ৫৪ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিলেন ড্যানিয়েল কলিন্ড্রেস। কিন্তু সফল হতে পারেন নি। ৫৬ মিনিটে ড্যানিয়েলের চেষ্টা আবারও ব্যর্থ হয়। মোহামেডানের দূভার্গ্য বলতে হবে। ৭৭ মিনিটে ওবি মনেকের ফ্রি কিক ক্রস বারে লেগে ফিরে আসে। আর তাই ম্যাচে আর ফেরা হয়নি মোহামেডানের।