ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ জয় পেয়েছে বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী। সবচেয়ে বড় জয় পেয়েছে মোহামেডান। ব্রাদার্স ইউনিয়নকে গোল বন্যায় ভাসিয়ে ৮-০ ব্যবধানে ম্যাচ জিতেছে মোহামেডান। ময়মনসিংহয়ের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মোহামেডানের গোল উৎসবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। মোহামেডানের ৮ গোলের পাঁচটিই করেছেন তিনি। বাকি তিন গোল করেন ইমন, জুয়েল ও টনি।
এই জয়ের ফলে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো মোহামেডান। তাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বসুন্ধরা ১-০ গোলে জয় পেয়েছে ফোরটিস ফুটবল ক্লাবের বিপক্ষে। ২৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মিগেল।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হয় রহমতগঞ্জের। ১৫ মিনিটে পলের গোলে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। ৪৯ মিনিটে রহমতগঞ্জের মামুন আত্মঘাতী গোল করলে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৫৭ মিনিটে বুয়াটেং পেনাল্টি থেকে গোল করলে ব্যবধান কমায় রহমতগঞ্জ। কিন্তু পরাজয় এড়াতে পারেনি। ম্যাচ জিতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে চট্টগ্রাম আবাহনী।