ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেলকে জিততে দেন নি মোহামেডানের জাফর ইকবাল। ৮৭ মিনিট পর্যন্ত এক গোলের লিড ধরে রাখলেও জাফরের গোলে হতাশ হতে হয় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় দু’দলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। এর ফলে ১২ ম্যাচ খেলে ফেললেও তৃতীয় জয় দেখা হলো না শেখ রাসেলের। এবারের লিগে এখন পর্যন্ত মাত্র দুই জয় পেয়েছে শেখ রাসেল। হেরেছে পাঁচটিতে। ড্র করেছেও পাঁচ ম্যাচে। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে শেখ রাসেল। আর ১৮ পয়েন্ট নিয়ে মোহামেডান ষষ্ঠ স্থানে।
ম্যাচের শুরু থেকে অবশ্য মোহামেডানকে চাপে রেখেছিল শেখ রাসেল। ২১ মিনিটে লিড নেয় তারা। জুয়েল একদম জায়গামতো ছিলেন। এই পজিশনে থেকে গোল করতে না পারলে ফুটবলারের সামর্থ নিয়ে প্রশ্ন উঠতো। জুয়েল অবশ্য সেই সুযোগ দেন নি। খুব সহজেই বল জালে জড়ান তিনি।
এরপর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো শেখ রাসেল। কিন্তু দারুন এক সুযোগ নষ্ট করেছে রিচার্ড গাডজে। গোলমুখে থেকেও বল জালে জড়াতে পারেন নি। ৩৬ মিনিটে গোলের চেষ্টা করেছিলেন মোহামেডানের শাহেদ। কিন্তু কাজে লাগাতে পারেন নি।
৮০ মিনিটে বড় ধাক্কা খায় মোহামেডান। দশ জনের দলে পরিণত হয় তারা। বল নিয়ে গোলমুখে ছুটতে থাকা রিচার্ড গাডজেকে ফেলে দেন মোহামেডানের গোলকিপুর সুজন। রেফারি লাল কার্ড দেখান সুজনকে। শেখ রাসেলের জয়ে ম্যাচ যখন সমাপ্তির পথ যাচ্ছিল তখন ৮৮ মিনিটে ম্যাচে সমতা আনে মোহামেডান। গোল করেন জাফর ইকবাল।