ক্রীড়া প্রতিবেদক
এ মৌসুমের শেষে প্যারিস সেইন্ট-জার্মেই(পিএসজি) ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদই হতে পারে ফরাসি এই তারকা স্ট্রাইকারের পরবর্তী সম্ভাব্য গন্তব্য। এই ঘোষনার সাথে সাথে ঘরের ক্লাবের সাথে এমবাপ্পের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তির চিত্র সবার সামনে এলো। ১৮০ মিলিয়ন ইউরোতে ২০১৭ সালে মোনাকো থেকে এমবাপ্পে পিএসজিতে যোগ দিয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে এ সম্পর্কে ২৫ বছর বয়সী এমবাপ্পে বলেছেন, ‘আমি সবার কাছে ঘোষনা করতে চাই যে এটাই পিএসজিতে আমরা শেষ বছর। আমি আর চুক্তি নবায়ন করছি না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব রোমাঞ্চের অবসান হবে। রোববার পার্ক ডি প্রিন্সেসে আমি আমার শেষ ম্যাচ খেলতে যাচ্ছি।’
ইতোমধ্যেই পিএসজি চলতি মৌসুমে লিগ ওয়ানের শিরোপা নিজেদের করে নিয়েছে। এনিয়ে গত ১২ মৌসুমে ১০ম লিগ শিরোপা ঘরে তুলেছে প্যারিসের জায়ান্টরা। রোববার ঘরের মাঠে তুলসের বিপক্ষে ম্যাচের পরই কাতারি মালিকানাধীন ক্লাবটি তাদের শিরোপা হাতে তুলে নিবে। ঘরের মাঠে এটাই পিএসজির এবারের আসরের শেষ ম্যাচ।
লুইস এনরিকের দল পিএসজি মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ১-০ গোলে পরাজয়ের মাধ্যমে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে।
এর অর্থ হচ্ছে আগামী ১ জুন পিএসজির জার্সিতে এমবাপ্পের আর ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা হলোনা। পিএসজিতে সাত বছরের ক্যারিয়ারে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপাও অধরাই থেকে গেল।