ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ডাবল-সেঞ্চুরিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

গ্লেন ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির ইনিংসে ভারত ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। আজ নিজেদের অষ্টম ম্যাচে অস্ট্রেলিয়া ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে।

আফগানিস্তানের ছুঁড়ে দেয়া ২৯২ রানের জবাবে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। সেখানে থেকে অষ্টম উইকেটে অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে ১৭০ বলে অবিচ্ছিন্ন ২০২ রান যোগ করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ম্যাক্সওয়েল। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১২৮ বলে ২০১ রানের অনবদ্য ইনিংস খেলেন এ তারকা ব্যাটার।

এর আগে মুম্বাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৯১ রান করে আফগানিস্তান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করেন তিনি। ১৪৩ বলে ১২৯  রানে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরান। শেষ দিকে রশিদ খাস ১৮ বলে ৩৫ রান করেন।

এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে সেমির টিকিট পেল টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া অস্ট্রেলিয়া। এ ম্যাচ হারলেও সেমির আশা এখনও বেঁচে আছে আফগানিস্তানের। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে আফগানরা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.