ক্রীড়া প্রতিবেদক
এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে আজ। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশান সেন্টারের টেনিস কোর্টে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এসময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।
এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৩১টি ক্লাবের ৫১৯ জন খেলোয়াড়। এর মধ্যে পুরুষ এককে খেলছেন ৯১ জন ও মহিলা এককে ২১জন। ১২ টি ইভেন্টে খেলা হবে। প্রতিযোগিতা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
ম্যাক্স গ্রুপ নিয়মিতই জব্বার স্মৃতি টেনিসে স্পন্সর করে আসছে। এবার আরও ব্যাপকভাবে এই টুর্নামেন্ট হবে বলে জানিয়েছেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। তিনি জানান, ‘বাংলাদেশে লন টেনিস একটা অবহেলিত ক্রীড়া সেক্টর। সরকারীভাবে টেনিসকে এগিয়ে নেয়া উচিত। আমরা আমাদের দিক থেকে জব্বার স্মৃতি টেনিস আঠার বছর ধরে করে আসছি। এবার যে অংশগ্রহণ এটা ইতিহাস হয়ে থাকবে। এতো ব্যাপক প্রতিযোগির অংশগ্রহণ। এবার পাঁচশ’র উপর অধিক প্রতিযোগি অংশ নিচ্ছে। আগে কখনও এত বেশি প্রতিযোগি অংশ নেয়নি। এ পর্যন্ত জব্বার স্মৃতি টেনিসের যত টুর্নামেন্ট হয়েছে এটাই সেরা হবে’।
সংবাদ মাধ্যমে তিনি আরও বলেন, ‘ছেলে-মেয়েদের উৎসাহ দেখলেই বুঝতে পারবেন। তাদের পিতা মাতারা এসেছে। সবাই ঘরে বন্দী ছিল দেড় বছর। সেখান থেকে তারা যেন মুক্ত বাতাস পেয়েছে। আমরা বাচ্চাদের নিয়েই বেশি ইভেন্টের আয়োজন রেখেছি। যাতে করে তারা উৎসাহ পায়। ভবিষ্যতে খেলতে পারে’। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা রাত ১০টা পর্যন্ত ইআরসি ও জাতীয় টেনিস কমপ্লেক্সে খেলা চলবে।