ক্রীড়া প্রতিবেদক
দেশের বাইরে এর আগে বিভিন্ন আসরে অংশ নেওয়া জিনাত এবারই প্রথম বাংলাদেশে খেলেছেন। খেলেই করেছেন বাজিমাত। সপ্তম জাতীয় নারী বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ফাইনালে তিনি হারিয়েছেন আফরা খন্দকারকে।
বাংলাদেশের প্রতিনিধি হয়ে এর আগে বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া জিনাত জাতীয় পর্যায়ে এবারই প্রথম খেললেন। পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে নেমেছিলেন জিনাত। সেখানে তার প্রতিপক্ষ ছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকার। জিনাত অংশ নিয়েছেন গুডউইল বক্সিং ক্লাবের হয়ে। আফরা নেমেছেন বাংলাদেশ আনসারের হয়ে।
যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত শুরু থেকেই যেমন ছিলেন আক্রমণাত্মক, তেমন ছিলেন রক্ষণে দৃঢ়। তবে, আফরাও দমে যাননি। জিনাতের গতিময় পাঞ্চ থামিয়ে লড়াই চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। রক্ষণের খোলস থেকে বেরিয়ে আক্রমণও করেছেন ক্ষণে ক্ষণে। খেলা দেখতে আসা দর্শকদের যা এনে দিয়েছে উপভোগের উপলক্ষ।তবে, তিন রাউন্ডের এমন লড়াই শেষে আর পেরে ওঠেননি আফরা। নিজের দক্ষতাকে সেরা প্রমাণ করে চ্যাম্পিয়নের মুকুট নিজের করে নিয়েছেন জিনাত।