রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক

স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে অতিরিক্ত সময়ে গিয়ে বার্সেলোনার কাছে হেরে গেছে রিয়াল। কার্লো আনচেলত্তির দলকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ৩২ বারের মতো শিরোপা জিতেছে বার্সা।

সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে খেলার মূল সময় শেষ হয় ২-২ সমতায়। ফল বের করতে আনতে অতিরিক্ত আরও ৩০ মিনিট সময় দেন রেফারি। ১২০ মিনিটের শ্বাসরুদ্বকর লড়াইয়ে শেষ হাসি ফোটে বার্সার মুখেই। ১১৬ মিনিটে রিয়ালের সমর্থকদের স্তব্ধ করে দেন বার্সা তারকা জুলেস কুন্দে। অর্থাৎ শেষ মুহূর্তের নাটকীয়তায় অবিশ্বাস্য এক জয় পায় বার্সা।

প্রথমার্ধে বার্সেলোনা দারুণ আধিপত্য দেখিয়ে খেলে। ২৮ মিনিটে পেদ্রি দুর্দান্ত এক বাঁকানো শটে পোস্টে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে রিয়াল। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠা কিলিয়ান এমবাপে বেঞ্চ থেকে নেমে ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে সমতাসূচক গোল করেন।

এমবাপের গোলের ৭ মিনিট পর অরেলিয়ান চুয়োমেনি কর্নার থেকে দুর্দান্ত এক হেডারে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লস বাঙ্কসরা। ৮৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.