ক্রীড়া প্রতিবেদক
এল ক্লাসিকোতে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচে ৪-৩ গোলে জয়লাভ করেছে বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগা শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল বার্সা এবং একই সাথে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন আরও জোরালো হলো।
ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদ ২-০ গোলে এগিয়ে যায়। তবে বার্সেলোনা হার মানেনি। তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় এবং প্রথমার্ধেই ৪-২ গোলের লিড নেয়। বার্সেলোনার হয়ে গোল করেন এরিক গার্সিয়া, লামিন ইয়ামাল এবং রাফিনহা, যিনি দুটি গোল করেন।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে একাই লড়াই চালিয়ে যান এবং হ্যাটট্রিক করেন। কিন্তু তার এই প্রচেষ্টা বার্সেলোনার সুসংগঠিত রক্ষণভাগ এবং আক্রমণভাগের সামনে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত বার্সেলোনা ৪-৩ গোলের ব্যবধানে জয়ী হয়। এই জয়ের ফলে চলতি মৌসুমে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলা চারটি ক্লাসিকোতেই জয়লাভ করলো। এটা নিঃসন্দেহে একটি বিশাল অর্জন এবং রিয়াল মাদ্রিদের জন্য একটি বড় ধাক্কা।
এই জয়ের পর বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল। আর মাত্র তিনটি ম্যাচ বাকি থাকায়, বার্সেলোনার শিরোপা জয় এখন সময়ের অপেক্ষা। বার্সেলোনা কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছে। ফলে এই মৌসুমে তাদের ঘরোয়া ট্রেবল জয়ের হাতছানি রয়েছে।