ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি’র সদস্য দেশগুলোর সাধারণ সম্পাদকদের সম্মেলন আজ সৌদি আরবের রিয়াদে শেষ হয়েছে। বার্ষিক এই সম্মেলন গত বৃহস্পতিবার শুরু হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরের বাইরে এই প্রথম এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদকদের এই সম্মেলনে ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এশিয়ান ফুটবলের নেতৃত্বে কিভাবে আরও উন্নয়ন ঘটানো যায় এ বিষয়ের উপর জোর দেয়া হয়। ফুটবলের উন্নয়নে সাধারণ সম্পাদকের ভূমিকা কতোটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা হয় এই সম্মেলনে। ফুটবলে মার্কেটিং নিয়েও আলোচনা হয় সাধারণ সম্পাদকদের এই সম্মেলনে।