রেকর্ড রানে ঢাকার রেকর্ড জয়

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের ১১তম আসরে প্রথম জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেটে নিজেদের সপ্তম ম্যাচে এসে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৫৪ রান করে ঢাকা। এরপর দুর্বার রাজশাহীকে ১০৫ রানে অলআউট করে দেয়। তুলে নেয় রানের ব্যবধানে বিপিএলের সবচেয়ে বড় ১৪৯ রানের জয়।

দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন লিটন দাস। ৪৪ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ৫৫ বলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে ১০টি চার ও নয়টি ছক্কার শট আসে। তার সঙ্গে সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ তামিম। বাঁ-হাতি এই ওপেনার খেলেন ৬৪ বলে ১০৮ রানের ইনিংস। বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি ইনিংসটি তিনি ছয়টি চারের সঙ্গে আটটি ছক্কায় সাজান। তাদের জুটি থেকে আসে ২৪১ রান। বিপিএলে যা সর্বোচ্চ জুটির রেকর্ড।

জবাব দিতে নেমে এনামুল হক বিজয়ের রাজশাহী ১৫.২ ওভারে অলআউট হয়েছে। বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় মেনে নিয়েছে। দলটির হয়ে রায়ান বার্ল ৪৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে ইয়াসির আলীর ব্যাটে থেকে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.