রোনালদোর জোড়া গোল। দুর্দান্ত জয় পেল আল নাসর

ক্রীড়া প্রতিবেদক

সৌদি প্রো লিগে গুরুত্বপূর্ণ এক ম্যাচে আল-হিলালকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসর। দ্বিতীয়ার্ধে দুইটি গোল করে দলকে জয় এনে দেন পর্তুগিজ সুপারস্টার।

প্রথমার্ধে আল নাসর এগিয়ে যায় আলি আল হাসানের অসাধারণ কার্ল করা শটে, যেটি গোলরক্ষক ইয়াসিন বোনোর হাত ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই, ম্যাচের ৪৭তম মিনিটে সাদিও মানের পাস থেকে রোনালদো নিখুঁত শটে গোল করে ব্যবধান ২-০ করেন।

আল-হিলাল হাল না ছেড়ে পাল্টা আক্রমণ চালায় এবং ৬২তম মিনিটে কর্নার থেকে আলি আল বুলাইহি হেড করে একটি গোল শোধ দেন। তবে ম্যাচের ৮৮তম মিনিটে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় আল-নাসর। বদলি খেলোয়াড় মুয়াতেব আল হারবির হ্যান্ডবলের কারণে এই সিদ্ধান্ত আসে। স্পট কিক থেকে গোল করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রোনালদো।

এই জয়ে আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তারা এখন দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের থেকে মাত্র ৩ পয়েন্ট পেছনে এবং শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ৭ পয়েন্ট দূরে। এই ম্যাচে করা রোনালদোর দুই গোল নিয়ে তার সৌদি প্রো লিগে মোট গোলসংখ্যা দাঁড়াল ৭০-এ। তিনি ক্রমেই এগিয়ে চলেছেন তার ক্যারিয়ারের ১,০০০ গোলের লক্ষ্যের দিকে। এখন তার গোল ৯৩১টি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.