রোনালদো কি ভারতে খেলবেন ?

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলপ্রেমীদের জন্য একটি বড় খবর। রোনালদোর দল আল নাসর এবার ভারতের ক্লাব এফসি গোয়ার সঙ্গে খেলবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ড্রয়ে আল নাসর, ভারতের এফসি গোয়া, ইরাকের আল-জাওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোলের সঙ্গে গ্রুপ ডি-তে জায়গা পেয়েছে। এর অর্থ, রোনালদো প্রথমবার কোনো ভারতীয় ক্লাবের বিরুদ্ধে পেশাদার ম্যাচ খেলবেন।

তবে, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, রোনালদো কি ভারতে এসে খেলবেন? সম্ভাবনাটা কিন্তু বেশ কম। শোনা যাচ্ছে, রোনালদোর চুক্তিতে একটি বিশেষ শর্ত রয়েছে, যেখানে অ্যাওয়ে ম্যাচগুলোতে তার ভ্রমণের ওপর কিছু বিধিনিষেধ আছে।

তবে, নিশ্চিতভাবে বলা যায়, রোনালদো এফসি গোয়ার বিপক্ষে নিজেদের হোম ম্যাচটি রিয়াদে খেলবেন। গ্রুপ পর্বের নিয়ম অনুযায়ী, দুটি দলই একে অপরের সঙ্গে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলবে। এফসি গোয়ার জন্য এটি তাদের ক্লাব ইতিহাসে অন্যতম হাই-প্রোফাইল ম্যাচ হতে চলেছে।

রোনালদোর অ্যাওয়ে ম্যাচ খেলার বিষয়টি নতুন নয়। গত বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে রোনালদো তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলেছিলেন, কিন্তু দুটি ম্যাচে তিনি যাননি এবং একটিতে চোটের কারণে খেলতে পারেননি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.