র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, পেছালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

গত বছরের এপ্রিলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টপকে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছিল আর্জেন্টিনা। এরপর টানা একবছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে মেসিরা। এদিকে, র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) হালনাগাদকৃত র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকায় সেরা দশে দুটি জায়গায় পরিবর্তন এসেছে। আর্জেন্টিনার পরই আছে ফ্রান্স। ইংল্যান্ডকে টপকে তিনে উঠে এসেছে বেলজিয়াম।

অন্যদিকে, হ্যারি কেইনরা নেমে গেছে চারে। পাঁচে আছে ব্রাজিল। এ ছাড়া একধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেরা দশের বাকি চার জায়গায় আছে যথাক্রমে নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

এদিকে, সম্প্রতি ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম লেগে ৫-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ১-০ গোলের ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়ারা। আর তার ছাপ পড়েছে র‌্যাংকিংয়েও। ১৮৩ থেকে ১৮৪তে নেমে গেছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। এর আগে গেল বছরের অক্টোবরে ১৮৩তে উঠেছিল বাংলাদেশ। এরপর টানা ছয় মাস ধরে রাখে সেই অবস্থান। ফিলিস্তিনের বিপক্ষে টানা দুই হারে এক ধাপ অবনমন হলো বাংলাদেশের।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.