ক্রীড়া প্রতিবেদক
প্রথমবার শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে ২১ রানে হারলেও মাথা উঁচু করে মাঠ ছেড়েছে প্রবাসীদের নিয়ে দল সাজানো ওমান। এশিয়া কাপে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮৮ রানের ভালো সংগ্রহ তোলে ভারত। জবাবে ১৬৭ রানে আটকে গেলেও মাত্র ৪ উইকেট হারায় দলটি।
প্রথম দুই ম্যাচে জিতে সুপার ফোর নিশ্চিত করা ভারত দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে ৬৬ রান যোগ করে। এরপর নিয়মিত উইকেট হারালেও রান থেমে থাকেনি। দলটির হয়ে ওপেনার অভিষেক শর্মা ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। তিনে নেমে সানজু স্যামসন দলের পক্ষে ৪৫ বলে সর্বাধিক ৫৬ রান করেন। তিনটি করে চার ও ছক্কা মারেন এই উইকেটরক্ষক ব্যাটার।
অক্ষর প্যাটেল ১৩ বলে ২৬ এবং তিলক ভার্মা ১৮ বলে ২৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। ওমান ওপেনিং জুটিতে ৫৬ রান তোলে। ওপেনার ও অধিনায়ক জ্যোতিন্দর সিং ৩২ রান করেন। অন্য ওপেনার আমির কলিম ৪৬ বলে সর্বাধিক ৬৪ রানের ইনিংস খেলেন। সাতটি চার ও দুটি ছক্কা হাঁকান। তিনে নামা হামাদ মির্জা ৩৩ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫১ রান করেন।
ওমানের শাহ ফয়সাল, আমির কালিম ও জিতেন রামানন্দী দুটি করে উইকেট নেন। ভারতের হার্ডিক পান্ডিয়া, অর্শদীপ সিং, হার্শিত রানা ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

