ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে লাওসের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ টেবিল টেনিস দল। ছয় সদস্যের বাংলাদেশ দলে তিনজন খেলোয়াড় হচ্ছেন রামহিম লিয়ান বম, নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব। কোচ হিসেবে আছেন মোহাম্মদ আলী। এছাড়া এই দলের সঙ্গী হয়েছেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আর ম্যানেজার হিসেবে আছেন সাইদুল হক সাদি।
১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। জুনিয়র ক্যাটাগরিতে দলগত, একক ও দ্বৈত ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। এছাড়া ক্যাডেট গ্রুপের এককেও খেলবেন বাংলাদেশের আবুল হাশেম হাসিব। এই চ্যাম্পিয়নশিপে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, চাইনিজ তাইপে, ভারত ও ইরানের মতো শক্তিশালী দল অংশ নিচ্ছে।
বাছাইপর্ব থেকে যোগ্যতা অর্জন করে এই প্রথম এ আসরের চূড়ান্ত পর্বে খেলছে বাংলাদেশ। গত মে মাসে মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনা জিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার টিকিট পায় বাংলাদেশ দল। দেড় বছর ধরে অনুশীলন করছে খেলোয়াড়রা। এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভালো কিছুর আশা করছে বাংলাদেশ দল।