ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টিতে স্বপ্নের মত অভিষেকের পর এবার প্রত্যাশানুযায়ী বাংলাদেশ ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন জাকের আলী অনিক। টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জাতীয় দলের দরজায় কড়া নাড়চ্ছিলেন জাকের। শেষ পর্যন্ত লিটন দাসের ফর্মহীনতা জাতীয় দলে সুযোগ করে দিয়েছে উইকেট-রক্ষক ব্যাটার অনিককে।
সোমবার শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচের জন্য অনিককে দলে সুযোগ দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জয়ী হয়ে সিরিজে ১-১ সমতা এনেছে শ্রীলংকা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ।
অনিককে দলে নেওয়ার ব্যাপারে জাতীয় নির্বাচন প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘এখন সিরিজটি সমতায় রয়েছে। আমাদের বিশ্বাস অনিকের অর্ন্তভুক্তি দলের মধ্যে ভারসাম্য ও বিকল্প তৈরি করবে।’ তিনি আরও বলেন, ‘দলে আরও দুই ওপেনার থাকার কারনে এবং সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করেই আমরা এই পরিবর্তনের সিদ্বান্ত নিয়েছি।’
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, জাকের আলী অনিক।