শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

রিজান হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। আজ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। ব্যাট হাতে ৯৫ রান করার পর বল হাতে ৫ উইকেট নেন রিজান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ। জবাবে ৪৮ দশমিক ৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪১ রানের সূচনা পায় বাংলাদেশ। কিন্তু ৬৫ রানের মধ্যে দুই ওপেনারসহ ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। জাওয়াদ আবরার ২১, রিফাত বেগ ১৬ ও অধিনায়ক আজিজুল হাকিম ৭ রানে আউট হন।

চতুর্থ উইকেটে শক্ত হাতে হাল ধরেন কালাম ও রিজান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ১১৭ রানের জুটি গড়েন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৬টি চারে ৭৫ বলে ৬৫ রানে আউট হন কালাম। অন্যপ্রান্তে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন রিজান। কিন্তু সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে বিদায় নেন তিনি। ১০টি চারে ৯৬ বলে ৯৫ রানের নান্দনিক ইনিংস খেলেন রিজান।

৪৮তম ওভারে দলীয় ২৪৫ রানে রিজান ফেরার পর বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন এমডি আব্দুল্লাহ ও সামিউন বশির। ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ। ৫টি বাউন্ডারিতে আব্দুল্লাহ ২৯ বলে ৩৮ ও সামিউন ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

২৭০ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১১০ রান তুলে ভালোভাবেই লড়াইয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর রিজান ও লেগ স্পিনার স্বাধীন ইসলামের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন আদনান লাগাদেইন। ৮ দশমিক ৪ ওভার বল করে ৩৪ রানে ৫ উইকেট নেন রিজান। এছাড়া আল ফাহাদ ৩টি ও স্বাধীন ২ উইকেট নেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.