শিরোপা জয়ই লক্ষ্য : শান্ত

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করাই বড় লক্ষ্য বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নিয়ে লক্ষ্যের কথা জানান শান্ত।

২০০৭ সালে শুরু হওয়ার পর থেকে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছে বাংলাদেশ। কোন আসরেই নক আউট পর্বে উঠতে পারেনি টাইগাররা। আট আসরে অংশ নিয়ে ৩৮ ম্যাচে ৯টি জয়, ২৮টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের রেকর্ড মুছে দিয়ে আসন্ন আসরে ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ শান্ত-সাকিবরা।

এজন্য নবম আসরে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে বাংলাাদেশ। শান্ত বলেন, ‘সম্ভাবনা আমি বলতেই চাই না। কারণ আপনিও চান বাংলাদেশ শিরোপা জিতুক। খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ কাপ জিতুক। এটাই সবার লক্ষ্য।’

অধিনায়ক হিসেবে দলের সাফল্যের জন্য নিজেদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করাই মূল লক্ষ্য শান্তর, ‘অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো- প্রস্তুতি ঠিকমতো নিয়েছি কি না, ছোট ছোট কাজগুলো করছি কি না, প্রক্রিয়া ঠিক আছে কি না, এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারলে ফল আসবেই। এজন্য ফল নিয়ে খুব একটা চিন্তা নেই। ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিকভাবে করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী।’

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শান্তর দল।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.