ক্রীড়া প্রতিবেদক
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এটা লিগে মোহামেডানের টানা অষ্টম জয়। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা নিশ্চিত করলো মোহামেডান। ৮ ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে পেছনে থাকা আবাহনীর চেয়ে মোহামেডান এগিয়ে গেলো আরো এক ধাপ। ৭ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৬।
ম্যাচের ১৩ মিনিটে মোহামেডানের একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান আরো সানডে। বক্সের মধ্যে ডিফেন্স চেরা পাস পেয়ে সানডে আগুয়ান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন। পুরো ম্যাচে এই একটি গোলই হয়েছে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ব্রাদার্স মোহামেডানের জালে বল পাঠালেও ফাউলে বাতিল হয়। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে মোহামেডান।
এদিকে টানা ৭ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো চট্টগ্রাম আবাহনী। শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে চট্টগ্রাম আবাহনী পেয়েছে কাঙ্খিত সেই জয়। ১-০ গোলের জয়ে প্রথম পয়েন্ট ঢুকলো চট্টগ্রাম আবাহনীর শূন্য ঝুলিতে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৯মিনিটের মাথায় চট্টগ্রাম আবাহনীর ফাহিম গোল করেন এবং বাকি সময় ওই গোল ধরে রেখে লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে।