ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা কিংসের পর ফেডারেশন কাপ ফুটবলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে গেল ঢাকা আবাহনী লিমিটেড। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আবাহনী আজ ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
প্রতি মঙ্গলবার হয়ে থাকে ফেডারেশন কাপের খেলা। গত মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতি থেকে ফিরে আবাহনীকে ম্যাচে লিড এনে দেন রাফায়েল ওগাস্তো। তবে এই গোলের জন্যও অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে আবাহনীকে। ম্যাচের ৮২ মিনিটে ড্যানিয়েল কলিন্ড্রেসের কর্ণার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে শেখ জামালের জালে বল জড়ান রাফায়েল। আর এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
এরপর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি শেখ জামাল। আগামী ১৮ এপ্রিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাইলে লড়বে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী। আর ৩০ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।