শেষ মুহূর্তের গোলে ইয়েমেনের কাছে হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ কখনো মূল পর্বে খেলেনি। এবার বাছাইয়ের গণ্ডি পেরিয়ে চূড়ান্ত আসরে খেলার বেশ আশা ছিল। গ্রুপ পর্বে টানা দুই হারে সেই আশায় গুঁড়েবালি। বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে শেষ সময়ে এসে গোল খেয়ে ইয়েমেনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে টানা দুই হারে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে ফাহমিদুল-মোরসালিনদের। নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ তখন। রেফারি ইনজুরি টাইম দেন ৪ মিনিট। সেই চার মিনিটের একদম শেষভাগে এসে গোল হজম করেছে বাংলাদেম। খেলা শেষ হওয়ার মাত্র ৩৫ সেকেন্ড আগে গোলকিপার মেহেদী হাসানকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন ইয়েমেনের বদলি খেলোয়াড় মোহাম্মদ এসাম আল আওয়ামী।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইয়েমেন এখন টেবিলের শীর্ষে।  বাংলাদেশ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালে তিন পয়েন্ট পাবে। তিন পয়েন্টে গ্রুপ রানার্স আপ হওয়ার সুযোগ একেবারে ক্ষীণ। সেখানে এগারো গ্রুপের মধ্যে সেরা চার রানার্স আপ হওয়ার সম্ভাবনা নেই। ফলে বাস্তবিক অর্থে এক ম্যাচ আগেই বাংলাদেশের টুর্নামেন্টের যাত্রা শেষ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.