ক্রীড়া প্রতিবেদক
শেষ মুহূর্তে সুপার সাব হোসেলুর দুই গোলে বায়ার্ন মিউনিখকে সেমিফাইনালে দ্বিতীয় লেগে ২-১ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে আলফনসো ডেভিসের গোলে জার্মান জায়ান্টরা দ্বিতীয়ার্ধে লিড নিয়েছিল। তবে শেষ পর্যন্ত লড়াই করে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তার ফলও পেয়েছে। শেষ ১০ মিনিট বায়ার্নের উপর চেপে বসা রিয়াল ঠিকই গোল আদায় করে নিয়েছে। ৮৮ ও ৯১ মিনিটে বদলী খেলোয়াড় জোসেলুর দুই গোলে নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
দলে সবসময়ই হোসেলুর অবস্থান ব্যাক-আপ স্ট্রাইকার হিসেবে। কালও তার ব্যতিক্রম ছিলনা। ৮১ মিনিটে ফেডে ভালভার্দের পরিবর্তে খেলতে নেমে এখন তার নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল। ইউরোপীয়ান আসরে এভাবেও ফিরে আসা যায়, যার শুরু করলেন এই স্প্যানিশ অভিজ্ঞ স্ট্রাইকার। সান্তিয়াগোর সমর্থকদের আরো একটি স্মরণীয় রাত উপহার দিলেন হোসেলু।
আগামী ১ জুন ওয়েম্বলির ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ জার্মানির আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম সেমিফাইনালে পিএসজিকে বিদায় করে ১১ বছর পর ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ডর্টমুন্ড।
ম্যাচ শেষে এই ইতিহাসের রচয়িতা হোসেলু বলেছেন, ‘এই ফিরে আসা আমাদের হৃদয়ের গভীর থেকে এসেছে। এটা ভাষায় প্রকাশ করার মত না। কোচও আমাকে এই কথাই বলেছেন, তুমি হৃদয় দিয়ে আজ এই ম্যাচে আমাদের জয়ী করেছো।’