ক্রীড়া প্রতিবেদক
ম্যাচ খেলার মধ্য দিয়ে শেষ হলো বাফুফে আয়োজিত প্রবাসী ফুটবলারদের তিন দিনের ট্রায়াল। আজ অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৩ দুই দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। জাতীয় স্টেডিয়ামে প্রথমে অনূর্ধ্ব ১৯ দলের ম্যাচ ২-২ গোলে ড্র হয়। এরপর অনূর্ধ্ব ২৩ দলের ম্যাচ ছিল গোলশূন্য ড্র।
বাফুফে নেক্সট গ্লোবাল স্টার’-এই নামে ট্রায়ালের আয়োজন করে বাফুফে। তিন দিনের আয়োজনের শুরুর দুই দিনে ট্রায়াল হয় ক্লোজ-ডোরে। শেষ দিনে প্রেস বক্সে বসে গণমাধ্যমকর্মীদের এবং গ্যালারিতে বসে সমর্থকদের ম্যাচ দেখার সুযোগ মেলে।
দুই দিনের ট্রায়াল ও এক ম্যাচ দেখে কারো স্কিল, দক্ষতা, গতি, ফিটনেস, টেকনিক্যাল-ট্যাকটিক্যাল বিষয়ের পূর্ণতা, অপূর্ণতা নিয়ে চূড়ান্ত রায় দেওয়া কঠিনই। তবে দুই ম্যাচে অনেকের পায়ের কারিকুরি মুগ্ধ করেছে গ্যালারিতে আসা দর্শকদের। তবে কোচদের বিচক্ষণ দৃষ্টিই নির্ধারণ করবে তাদের ভাগ্য।