ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ সফররত মালদ্বীপের ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন পরিদর্শন করেছেন। আজ বিকেলে তিনি গুলশানে শ্যূটিং স্পোর্ট ফেডারেশনে আসেন। এসময় তিনি বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও মহাসচিব ইন্তেখাবুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
তিনি বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের বিভিন্ন রেঞ্জ ঘুরে দেখেন এবং শুটারদের সাথে কথা বলেন। বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন ও বিস্ময় প্রকাশ করেন। ভবিষ্যতে দুই দেশের শুটিং ক্রীড়ার সাফল্য অর্জনে একসাথে কাজ করা যায় কিনা সে ব্যাপারে আলাপ আলোচনা করেন।