ক্রীড়া প্রতিবেদক
জয়ের একেবারে দ্বারপ্রান্তে থেকেও নারী বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের।
শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ৯ রান। হাতে ৫ উইকেট। ৭৭ রানে সেট হওয়া ব্যাটার নিগার সুলতানা জ্যোতি রয়েছেন ক্রিজে। সঙ্গে রাবেয়া খান। বোলিংয়ে আসলেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপত্তু।
ওভারের প্রথম চার বলেই আউট হয়ে গেলেন বাংলাদেশ দলের চার ব্যাটার। প্রথম বলে রাবেয়া খান হলেন এলবিডব্লিউ, দ্বিতীয় বলে নাহিদা আক্তার হলেন রানআউট। তৃতীয় বলে ৭৭ রান করা নিগার সুলতানা জ্যোতি এবং চতুর্থ বলে আউট হলেন মারুফা আক্তার। শেষ দুই বলে ১ রান নিলেন নিশিথা আক্তার নিশি।
মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৭ রানের এই হারে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের।