ক্রীড়া প্রতিবেদক
জুনিয়র এএইচএফ কাপ হকিতে শ্রীলংকাকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ দল। গতকাল হংকংকে ৪-০ গোলে হারালেও আজ শ্রীলংকার জালে গোল উৎসব করেছে বাংলাদেশের খেলোয়াড়রা। ১৪-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
গোল উৎসবের ম্যাচে আমিরুল ইসলাম করেছেন পাঁচ গোল। এছাড়া তিন গোল করেন হোসেন। ম্যাচের আট মিনিটে লিড নেয় বাংলাদেশ জয়ের গোলে। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাসান। এরপর তিন মিনিটের ব্যবধানে তিনটি গোল করেন আমিরুল ইসলাম। ২২ মিনিটে ষষ্ঠ গোলটি করেন আলী। গোল করতে করতে যেন হাফিয়ে উঠেছিল বাংলাদেশের খেলোয়াড়রা। ২৫ ও ২৮ মিনিটে দুই গোল করেন হোসেন। ৩৪ মিনিটে হাসানের গোলে ৯-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর তিন মিনিটের ব্যবধানে আরও চার গোল করে বাংলাদেশ। ৫৯ মিনিটে শেষ গোলটি করেন আমিরুল ইসলাম।
পুল বি’তে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে। মেন্স জুনিয়র এএইচএফ হকি টুর্নামেন্টে আটটি দল খেলছে। এখান থেকে চারটি দল জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।