শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

নাইম শেখ এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে ফিরিয়ে এনে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৯ সালে ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হওয়ার ইঙ্গিত দিলেও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছেন নাইম।

দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটে গত তিন বছর দারুণ ছন্দে ছিলেন নাইম। দলে ফেরার জন্য সম্প্রতি নাইমকে আক্রমণাত্মক এবং স্ট্রাইক রেট বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলেন নির্বাচকরা। যা সঠিকভাবে পালন করেছেন তিনি। শ্রীলংকা সিরিজ দিয়ে ওয়ানডে দলেও ফিরেছেন নাইম। কিন্তু প্রথম ওয়ানডেতে খেলার সুযোগ পাননি তিনি।

নাইম তিন বছর পর ফিরলেও সাইফুদ্দিন দলে ফিরেছেন এক বছর পর। ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তারা।

খারাপ পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ ১৯ ম্যাচে হাফ-সেঞ্চুরির কোন ইনিংস খেলতে পারেননি তিনি। বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদও। এ বছর ইতোমধ্যে দু’টি সিরিজ খেলে দু’টিতেই হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে এবং পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। ওয়ানডে শেষে আগামী ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা। পরের দুই ম্যাচ হবে ১৩ এবং ১৬ জুলাই।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, সাইফুদ্দিন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.