শ্রীলংকার বিপক্ষে লজ্জার রেকর্ড বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডেতে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। এত কম রানে এর আগে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারায়নি কোনো দল। শেষমেষ ১৬৭ রানে অলআউট হয়ে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে মেহেদী মিরাজের দল।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ২৯ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা শূন্য করে ফিরে যান। অন্য ওপেনার নিশান মাদুষ্কাকে (৬) ও চারে নামা কামিন্দু মেন্ডিস (০) ব্যর্থ হন।

আশালঙ্কা ছোট আরও দুটি জুটি গড়েন মিলান রত্নায়েকে (২২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (২২) নিয়ে। ইনিংসের শেষ ওভার আউট হওয়ার আগে আশালঙ্কা ১২৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। তিনি ছয়টি চার ও চারটি ছক্কার শট তোলেন।

কলম্বোর উইকেট সময়ের সঙ্গে ধীর হয়, বিষয়টি মাথায় নিয়ে শুরুতে ব্যাট চালিয়ে খেলতে থাকেন পারভেজ ইমন ও তানজিদ তামিম। দলকে ২৯ রানের জুটি দিয়ে ব্যক্তিগত ১৩ রানে ফিরে যান ওয়ানডে অভিষেক হওয়া ইমন। এরপর তানজিদ ও শান্ত দলের রান নেন ১০০ রান পর্যন্ত। ২৬ বলে ২৩ রান করা শান্ত দুই রান নিতে গিয়ে অল্পের জন্য রান আউট হন।

ব্রেক থ্রু পাওয়া শ্রীলঙ্কা ওখানেই শেষ করে দেয় বাংলাদেশের ইনিংস! ম্যাচের ১৮তম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলেই লিটন দাসকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। একই ওভারে তুলে নেন তানজিদ তামিমকে। শট খেলতে গিয়ে বাঁ-হাতি ওপেনার ৬১ বলে ৬২ রান করে ক্যাচ দেন। নয়টি চার ও একটি ছক্কা মারেন।

পরের চার ওভারেই একটি করে উইকেট হারায় বাংলাদেশ। তাওহীদ হৃদয়কে (১) বোল্ড করে দেন দুই হাতে বল করতে পারা স্পিনার কামিন্দু মেন্ডিস। এরপর আউট হন ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী মিরাজ (০)। তাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসারাঙ্গা। ব্যর্থ হন তানজিম সাকিব (১) ও তাসকিন আহমেদ (০)। ধ্বংসস্তূপ থেকে দলের রান দেড়শ’ ছাড়ান জাকের আলী। তিনি ৬৪ বলে চারটি করে চার ও ছক্কায় ৫১ রান করে ফিরতেই অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস। লঙ্কান লেগ স্পিনার ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। কামিন্দু ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। আসিথা ফার্নান্দো ও মহেশ থিকসানা একটি করে উইকেট দখল করেছেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.